দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বুধবার(১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয়পার্টি ও বিএনপি-জামাত সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি প্যানেলে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করছেন ৩২জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭৬ জন। মোট ভোট কক্ষ ২টি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। তাঁকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট আ. কদ্দুছ ও ফজলুর রহমান। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।