দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী ওই কম্বল বিতরণ করেন।
জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় প্রত্যেক ইউনিয়নে ৪০টি করে কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওই কম্বল বিতরণ করবে।
এসময় টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. হযরত আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
