আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ১০:৩৫
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

টাঙ্গাইল এলজিইডিতে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

দৃষ্টি নিউজ:

‘তারুণ্যের ভাবনায়  আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইল এলজিইডি(স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ক্যাম্পাসে দপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ফিতা কেটে ওই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

 

 

 

 

খেলার আয়োজক সূত্রে জানা যায়, টাঙ্গাইল এলজিইডির আয়োজনে জেলার ১২টি উপজেলা এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ৪৮জন কর্মকর্তা-কর্মচারী পৃথক চারটি গ্রুপে বিভক্ত হয়ে ২৪টি খেলায় অংশগ্রহণ করবেন। পরে বিজী খেলোয়ারদের মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশ নেওয়া চার গ্রুপের খেলোয়াররা হচ্ছেন- ১ নম্বর গ্রুপে মো. ফয়সাল মাহমুদ, মো. মহসিন দেওয়ান, আব্দুল্লাহ আল শাকের, শাকিবুল হাসান, জাহিদ লতিফ, নাদিম, শাহীন, মো. শাহেদ খান, আশিকুর রহমান প্রত্যয়, হারুন, মোহাম্মদ কামরুজ্জামান, আরিফ; ২ নম্বর গ্রুপে মো. খালিদ হোসেন, মো. হাবিবুর রহমান, মাজেদুল ইসলাম, হুমায়ুন ইসলাম, মাসুদ রানা, মাহবুব চাকলাদার, মো. রঞ্জু মিয়া, নায়েব আলী,

 

 

 

 

 

 

 

ইউসুফ, শামীম, রাকিব, মাহাবুব; ৩ নম্বর গ্রুপে রফিকুল ইসলাম, সাব্বির হোসেন, মো. মাহফুজুল হাসান, মো. রুহুল আমিন, মো. জামিলুর রহমান, বিশ^জিৎ সরকার, সামিউল সাজিদ, মহিদুল ইসলাম, মো. আবদুস শাকের, মো, সাকিব উল হাফিজ, আজিম সরদার, ইফতেখার আহমেদ এবং ৪ নম্বর গ্রুপে বখতিয়ার হোসেন, আনিসুর রহমান, তানভীর হাসান, নুর মোহাম্মদ, মো. মাইনুল হক, মো. আবু তাহের, মো. মাসুদ রানা, মো. আবু হানিফ, মো. মোস্তাফিজুর রহমান, মাহফুজ, সুজন চন্দ্র বর্মণ, নাজমুল মোল্লা।

শাহ্ সিমেন্টের সহযোগিতায় আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল এলজিইডি দপ্তর ও জেলার ১২টি উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়