দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে কুরতুবী মাদ্রাসার আট বছর বয়সী ছাত্র হুমাইদ হাসান নুরাজ মাত্র আট মাস ২১ দিনেই হাফেজ হয়েছেন। তিনি কুরতুবী প্রি-ক্যাডেট মাদ্রাসা সিটি ক্যাম্পাসের ছাত্র। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকালে মাদ্রাসার আকুর টাকুর নিজস্ব ক্যাম্পাসে তার কুরআন হিফয সমাপন ছবক অনুষ্ঠিত হয়।
কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা সিটি ক্যাম্পাসের প্রধান শিক্ষক মামুন গাজী জানান, হুমাইদ হাসান নুরাজ গত বছরের জানুয়ারিতে তাদের শাখায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়। চলতি বছরের মার্চের দিকে সে হিফয বিভাগে ভর্তি হয়। ছুটির দিন বাদে সে মাত্র আট মাস ২১ দিনে হিফয সম্পন্ন করে। হুমাইদ হাসান নুরাজ অত্যন্ত মেধাবী।
হুমাইদ হাসান নুরাজের বাবা ব্যাংক কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফুল কুমড়ায়। চাকুরিজনিত কারণে তিনি টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। কুরতুবী মাদ্রাসার প্রশংসা শুনে তিনি তার ছেলেকে ভর্তি করান। ছেলের সাফল্যে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।
হাফেজ হুমাইদ হাসান নুরাজ বলেন, এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার খুব ভালো লাগছে। স্যাররা আমাকে যেভাবে শিখতে বলেছেন আমি সেভাবেই শিখেছি।
কুরতুবী মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, কুরতুবী মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য শিক্ষার্থী হাফেজ হয়েছে। কিন্তু হুমাইদ হাসান নুরাজ প্রথম এতো অল্প সময়ে হিফয সম্পন্ন করেছে। এজন্য আমরা কুরতুবী পরিবারের সবাই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।