
স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ীর দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
কালীবাড়ীর নাট মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন জীবন কৃষ্ণ চৌধুরী। পরে কালিবাড়ীর সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন।
সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি পদে সুভাষ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক পদে জীবন কৃষ্ণ চৌধুরীকে পুনরায় নির্বাচিত করা হয়। আগামি এক মাসের মধ্যে আলোচনা সাপেক্ষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
