দৃষ্টি নিউজ:
দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করে। এরআগে আবু সাঈদ চৌধুরীকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী বলেন, ২০০৭ সাল থেকে টানা ১৭ বছর অনির্বাচিত কমিটি দিয়ে টাঙ্গাইল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যক্রম পরিচালিত হয়েছে। সাধারণ ভোটাররা দীর্ঘদিন যাবৎ নির্বাচনের দাবি করলেও অনির্বাচিত কমিটি নেতারা ভোটারদের প্রত্যাশা পূরণ করেন নি। এছাড়া নেতারা প্রায় আড়াই মাস যাবৎ কার্যালয়ের কর্মকান্ড বন্ধ রেখেছেন।
দাবি পূরণ এবং কার্যালয়ের কর্মকান্ড পরিচালনার জন্য সমিতির ২৭৮জন সদস্যের সমর্থনে নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবো।
টাঙ্গাইল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দায়িত্ব পালনকারী সভাপতি মনির আহমেদ মনা বলেন, আমি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। টাঙ্গাইল জেলা শাখা থেকে একটি আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে এসেছে।
তবে কেন্দ্র থেকে এখনও সে কমিটির অনুমোদন দেওয়া হয়নি বলেই আমি জানি। অনুমোদনহীন কমিটির নেতৃবৃন্দ কিভাবে কার্যালয়ের তালা ভেঙ্গে দায়িত্ব গ্রহণ করলো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ দ্রুত ভোটারদের কাঙ্খিত নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।