
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা শনিবার(২০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভির হাসান ছোট মনির।
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ’র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আসাদুজ্জামান মনি আরজু প্রমুখ। সভা পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া (বড় মনির)। এ সময় টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
