দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অত্যাধুনিক ৩৪বেডের ডেঙ্গু ওয়ার্ড উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১০ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ওই ওয়ার্ড উদ্বোধন করেন।
মো. ছানোয়ার হোসেন এমপি শনিবার দুপুরে ডেঙ্গু ওয়ার্ড উদ্ধোধন করে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ও চিকিৎসকদের সাথে চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। আসন্ন ঈদের ছুটিতে যাতে চিকিৎসার কোন ঘাটতি না হয় সে বিষয়ে চিকিৎসকদের নিদের্শনা দেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া সকল ডেঙ্গু রোগীর চিকিৎসা বিনামূল্যে দেয়া হয়। এজন্য কেউ কাউকে কোন প্রকার টাকা-পয়সা দেবেন না।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. শহীদুল্লাহ কায়সারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
