
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা কারাগার থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে কম সাজা পাওয়া চার জন বন্দিকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার(২ মে) ছয় থেকে এক বছর মেয়াদী সাজাপ্রাপ্ত চার জনকে মুক্তি দেওয়া হয়।
এরমধ্যে কালিহাতীর দুই জন ও বাসাইলের এক জন মুক্তি পেয়ে চলে গেছেন এবং ধনবাড়ীর একজন আদেশ হলেও জরিমানা থাকায় এখনো মুক্তি পান নি।
টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দেশে করোনা ভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সাজা পাওয়া বন্দিদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতি জেলায়ই মুক্তি দেয়া হবে।
ঢাকা বিভাগে মোট ২৯ জন বন্দিকে মুক্তি দেয়া হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে। তারমধ্যে শনিবার দুপুরে তিন জন মুক্তি পেয়ে চলে গেছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা রয়েছে। সেই জরিমানার টাকা দিয়ে বাড়ি চলে যেতে পারবেন। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি।
