দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা ছাত্রদল একাংশের উদ্যাগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার(১০ অক্টোবর) সকলে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, যুবনেতা মিজানুর রহমান সাজু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সমাজ কল্যাণ সম্পাদক এমএ বাতেন, সহ-আপ্যায়ন সম্পাদক এসএম সাদেকুর রহমান আলী, জেলা ছাত্রদল নেতা রাশেদ, আরিফ, জীম, সাইফ, আলামিন, আওয়াল, আকাশ, রাজু, মুন্নাহ প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের ান্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।