দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা দরজা ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ মার্চ) টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া ফুড জোনে আয়োজিত ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
টাঙ্গাইল জেলা দরজা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মির্জা জিয়াউর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা দরজা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুন মোর্শেদ ভূইয়া। এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।