দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার(১৮ জুন) দুপুরে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল শহরের পদ্মমনি (বড়) পুকুর পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম,
আনিসুর রহমান, সাংগাঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।