আজ- ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ বুধবার  রাত ২:২৪

টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার মতবিনিময়

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলামের আগমন উপলক্ষে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ মে) দুপুরে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সুলতানা কামাল অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সহধর্মিনী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সহধর্মিনী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা. নিশাত তাসমিন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার,

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার ঝিলু আক্তার প্রমুখ অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno