দৃষ্টি নিউজ:
মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটিকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে ডেপুটি কমান্ডার(১) আব্দুল কুদ্দুছ মিয়াকে ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৬৫১ স্মারকে মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেনের স্বাক্ষরিত চিঠি থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র ধারা ১৬(ছ) (১) (২) এর নিদের্শনা এবং নীতিমালা ২০১২ অনুযায়ী খন্দকার জহুরুল হক ডিপটিকে টাঙ্গাইল জেলা কমান্ডার পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে। টাঙ্গাইল জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেবেন ডেপুটি কমান্ডার(১) আব্দুল কুদ্দুছ মিয়া। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী তিনি মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সকল কার্যক্রম পরিচালনা করবেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের কমান্ডার জহুরুল হক ডিপটি জানান, এ বিষয়ে আমি এখনো কোন চিঠি পাইনি। তাই এ মুর্হুতে কোন মন্তব্য করতে পারছি না।
ডেপুটি কমান্ডার (১) আব্দুল কুদ্দুছ মিয়া জানান, এ বিষয়ে আমি একটি চিঠি পেয়েছি। আমি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।