দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল থিয়েটারের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(১৬ ডিসেম্বর) সকালে সংগঠনের পক্ষ থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় টাঙ্গাইল থিয়েটারের সভাপতি মো. সেলিম তরফদার, সহ-সভাপতি শাহ মো. ইসরাইল, আমিনুল হক লাল, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ বাচ্চু, কার্যকরী কমিটির সদস্য দেবাশীষ দেব, আমিনুল ইসলাম উজ্জল, অপর্ণা চৌধুরী, আতিকুল আলম চপল প্রমুখ উপস্থিত ছিলেন।