দৃষ্টি নিউজ:

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন, ৬টি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর, বিএনপি প্রার্থী মাহমুদুল হক সানু ও
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আ. কাদের স্ব স্ব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন করেন।
সূত্রমতে, আগামি ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি।
১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
