দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৬ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ সাত্তার উকিল ও শামসাদুল আখতার শামীম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও এটিএন নিউজের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
প্রকাশ, টাঙ্গাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য, সদস্য, সহযোগী সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।