দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। টাঙ্গাইল জেলার ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী ও সদর উপজেলার মোট ৩৫জন সাংবাদিক ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বুধবার(১২ ফেব্রুয়ারি) সকালে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে থাকবেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক ও পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত। আগামি ১৪ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হবে।