দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ওই পিঠা উৎসবের উদ্বোধন করেন।
উৎসবে পুুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মাংস পিঠা, নকশা, পাকন, শামুক, ডিম, পাকন, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ, চিতই প্রভৃতি নামের পিঠার ২০টি স্টল বসে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সেলস্ অ্যান্ড রিভিউ জোনের মাসুদ রানা প্রমুখ।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, অসম্ভব চমৎকার বাঙালির চিরায়ত ভালো লাগার একটা অনুভুতি পিঠা উৎসব। টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে পিঠা উৎসবে এসে আমার খুব ভাল লাগছে।
বিশ্বে আমাদের দেশের পিঠাকে কিভাবে খাদ্য শিল্প হিসেবে আমরা তুলে ধরতে পারি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসাহ ও সহযোগিতা করা হবে।
এ ছাড়াও উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হবে।