
দৃষ্টি নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রবেশাধিকারে সতর্ক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ওই ব্যবস্থা গ্রহন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা জানান, প্রেসক্লাবে জনসমাগম কমাতে প্রেসক্লাবের তৃতীয় তলার পূর্বপাশের গেট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে উত্তর পাশের গেট খোলা থাকবে। সেখান দিয়ে প্রবেশ করতে প্রেসক্লাবের সদস্যসহ আগত অতিথি ও সাক্ষাতপ্রার্থীদের জন্য পাশের একটি কক্ষের বেসিনে সাবান এবং হ্যান্ডওয়াশ প্রস্তুত রাখা হয়েছে।
তাদেরকে সেখানে ভালো করে হাত ধূয়ে ভেতরে প্রবেশ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রেসক্লাবের সদস্যদের মাস্ক ব্যবহার করার জন্যও অনুরোধ করা হয়েছে।
