প্রথম পাতা / আইন-আদালত /
টাঙ্গাইল বার সমিতির নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবী শিশির-বিপন
By দৃষ্টি টিভি on ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা আইনজীবী বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদে বিজয়ী হয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৯টি পদে বিজয়ী হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) গভির রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম আলো এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম মনোনীত মো. মাইদুল ইসলাম শিশির সভাপতি পদে ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের একেএম শামীমুল আক্তার পেয়েছেন ৩৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম মো. মুনসুর আহম্মেদ খান বিপন ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের শাহানশাহ সিদ্দিকী মিন্টু পেয়েছেন ৩২৫ ভোট।
এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. জামিউল হক সুমন, নির্বাহী সদস্য পদে আতোয়ার রহমান মল্লিক ও তোফাজ্জল হোসেন (আলম) নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি ইমরুল কায়েস বুলবুল, জোয়াহেরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাহিদ শামস, লাইব্রেরী সম্পাদক মো. ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক অনুপম দে অপু, নির্বাহী সদস্য মো. শাহীনুজ্জামান শাহীন, মো. আল আমিন, সৈয়দ মুহাম্মদ শাহানুর আল আজাদ ও শামসুন্নাহার স্বপ্না নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম আলো জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচটি ও যুুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস উদযাপিত
-
টাঙ্গাইলের তিনটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা
-
সৌদিতে বৃহস্পতিবার- বাংলাদেশে শুক্রবার থেকে রোজা
-
ঘাটাইলে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
-
কালিহাতীতে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ
-
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন
-
টাঙ্গাইলে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত
-
টাঙ্গাইলে ডিবি পরিচয়ধারী চার ব্যক্তি আটক
আপডেট পেতে লাইক করুন
