দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-বাসাইল সড়কে বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
রোববার(১১ অক্টোবর) রাত ১১ টার দিকে ব্রিজটি ভেঙে পড়ায় ওই সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু ভর্তি একটি ট্রাক রোববার রাতে টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলী ব্রিজের উপর উঠলে ব্রিজে ধ্বস দেখা দেয়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়।
চালক ট্রাক থেকে নামতে পারলেও হেলপার আটকা পড়ে। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দল তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় একজন হেলপার আটকা পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ চালায়। ব্রিজটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে।