দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পাকিস্থানি হানাদারমুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছয় দিনব্যাপী বিজয় উৎসবের চতুর্থ দিন শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌর সভার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজনৈতিক বিশ্লেষক রাশেক রহমান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের, মুক্তিযোদ্ধা সন্তান রাশেদ খান প্রমুখ।
https://youtu.be/oIlAgGWdlo8
এ সময় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
