আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৬:১৭
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইল শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরে বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপ আর অলিগলিতে রঙ-তুলির ছোঁয়ায় নানা ধরণের ‘গ্রাফিতি’ তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে। বাহারি রঙে মনের মাধুরি মিশিয়ে একের পর এক নোংরা দেয়াল ধুয়ে মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করে আঁকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্র।

এসব দেয়ালের গ্রাফিতিতে ফুঁটে ওঠেছে- শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন ক্ষণ। রয়েছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের গ্রাফিতি।


দেয়ালের আঁকিবুঁকিতে রয়েছে- ফুল, পাখি ও নানা শব্দের উচ্চারণ। রয়েছে- ‘এবার স্বাধীনতা রক্ষা করার পালা’, স্বাধীন বাংলার স্বাধীন গান, দিয়েছি রক্ত -দিয়েছি প্রাণ, বল বীর বল উন্নত মম শির, ৫২ তো ভুলি নাই- ২৪ কে ভুলবো কেন- এমন নানা প্রতিবাদী উক্তির লেখনি শোভা পাচ্ছে শহরের গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়ালে।


কয়েকদিন ধরে Volunteer for Bangladesh, ‘শিকড়’ ও কেয়ার ক্লাবসহ বিভিন্ন গ্রুপ নিজস্ব উদ্যোগে শহরের বিন্দুবাসিনী বালিকা বিদ্যালয় রোড, বিন্দুবাসিনী বালক বিদ্যালয়ের দেয়াল, জেলা সদর রোড, থানার দেয়াল সহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা গেছে।


এ সময় কুমুদিনী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাবা রহমান বলেন, আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন সহ নানা উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা চাই সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলাকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে। টাঙ্গাইলকে সুন্দরভাবে সাজাতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।


দর্শনার্থী রহিমা বেগম বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ভরপুর ছিল। দেয়ালের পোস্টার-ফেস্টুন-প্যানা অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লিখছে- দেখতে সুন্দরই লাগছে।


পরিবেশবাদী সংগঠন ‘বেলা’র বিভাগীয় সমন্বয়ক গৌতম চন্দ্র চন্দ বলেন, টাঙ্গাইল শহর অনেকটা অপরিচ্ছন্ন ছিল। শিক্ষার্থীরা এই শহরের বিলবোর্ড, বিভিন্ন পোস্টার ও আবর্জনা পরিস্কার করে একটি বাসযোগ্য শহরে পরিণত করছেন।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে দেয়ালে রঙ-তুলিতে দেয়াল লিখন করছেন। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি, স্লোগান, ছবি আঁকা হচ্ছে। এটি পরিবেশের জন্য এবং শহরের সৌন্দর্য বর্ধণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়