আজ- বুধবার | ১৯ নভেম্বর, ২০২৫
৪ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৩০
১৯ নভেম্বর, ২০২৫
৪ অগ্রহায়ণ, ১৪৩২
১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইল শহরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় শাহ আলম(৪৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাত নয়টার দিকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শাহ আলম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ওই বাড়িসহ আমপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

https://youtu.be/5hiEN9sYiv0

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে শাহ আলম সর্দি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। বুধবার রাত ৮ টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তার পরিবারের লোকজন প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন জানান, শাহ আলম বিগত পাঁচ বছর আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। ২০১৮ সালে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। বর্তমানেও তিনি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের কমিটির মাধ্যমে তার মরদেহ দাফন করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়