আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | দুপুর ১:৪৮
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

টাঙ্গাইল শহরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে ছাত্রদলের বাঁধা!

দৃষ্টি নিউজ:

জামায়াতে ইসলামী বাংলাদেশের টাঙ্গাইল শহরের ১নং ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিলে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বাঁধা দেওয়ার অভিযোগ ওঠেছে। পরে পুলিশি তৎপরতায় সবাই মিলে ওই ইফতার মাহফিল সম্পন্ন করা হয়। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় শহরের বাস টার্মিনালের কেডি মসজিদ প্রাঙ্গণে ওই ঘটনা ঘটে।

 

 

 

 

 

জানা যায়, জামায়াতে ইসলামীর টাঙ্গাইল শহরের ১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে বাস টার্মিনালের কেডি মসজিদ প্রাঙ্গণে বুধবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সে অনুযায়ী মাইকে বয়ান করা সহ ইফতার পূর্ব আনুষ্ঠানিকতা চলছিল। হঠাৎ টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমএ বাতেন কয়েকজন সঙ্গী নিয়ে সেখানে উপস্থিত হয়ে ‘১ নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিল ১৮ নম্বর ওয়ার্ডে কেন?’- উপস্থিত নেতাকর্মীদের কাছে তা জানতে চান এবং এক পর্যায়ে মাইক বন্ধ করে দেন। খবর পেয়ে শহর জামায়াতের আমীর মিজানুর রহমান ঘটনাস্থলে এসে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব এমএ বাতেন, ছাত্রদল নেতা রুবেল, হাসান, স্বপন, জুয়েল সহ কয়েকজন সঙ্গী নিয়ে তাদের ইফতার মাহফিলে বাঁধা দেন। এ সময় তিনি ইফতার মাহফিলে আসা জামায়াতের নেতা-কর্মী-সমর্থকদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মাহফিলের মাইক বন্ধ করে দেন।

 

 

 

 

 

 

 

 

তিনি জানান, ছাত্রদলের নেতা বাতেন এসে প্রথমেই বলেন- ‘এটি এক নম্বর ওয়ার্ডের অনুষ্ঠান। কিন্তু ১৮ নম্বর ওয়ার্র্ডে কেন এই ইফতার মাহফিল করছেন’- একথা বলে তিনি উপস্থিত নেতা-কর্মী-সমর্থকদের উপর চড়াও হন। এ সময় জামায়াতের নেতা-কর্মী-সমর্থকরা অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। তারা কাউকে কিছু না বলে তাকে(মিজানুর রহমান চৌধুরীকে) ঘটনা জানায়।

 

 

 

 

তিনি আরও জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জকে ঘটনা অবহিত করেন। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে সুষ্ঠুভাবে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন জানান, ইফতার অনুষ্ঠানে কোন ধরনের হট্টগোল হয়নি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়ে ১ নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিল ১৮ নম্বর ওয়ার্ডে কেন?- এটা জানতে চেয়েছেন। একই সঙ্গে ১৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা কোথায়- তা জানতে চেয়েছেন এবং স্থানীয় প্রতিনিধি ছাড়া ইফতার মাহফিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? তাও জানতে চেয়েছেন মাত্র।

 

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহমেদ জানান, শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরীর কাছ থেকে হট্টগোলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর পরিবেশ স্বাভাবিক হলে সবাই মিলে-মিশে সেখানে ইফতার করেছেন। বর্তমানে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নেই।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়