আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:১২

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন ও ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীরা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোমে মোড়ে যানজট নিরসনে ট্রাফিকের কাজ করতেও দেখা যায় শিক্ষার্থীদের।


সরেজমিনে দেখা যায়, আন্দোলন চলাকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান ময়লা-আবর্জনায় ভরপুর ছিল- বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা সেসব ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন সড়কের ময়লা-আবর্জসাও তারা পরিষ্কার করছেন।


এদিকে, শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ নিরালা মোড়, কাজী নজরুল সরণি, বটতলা ও বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ট্রাফিক হিসেবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন। কেউ লঠি হাতে লাঠি, কেউ মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের ন্যায় ইশারা-ইঙ্গিতের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।


স্থানীয় সমন্বয়ক আশফাকুর রহমান জানান, শহরের কোথাও কোন পুলিশ না থাকায় নিজেরাই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। ফলে কিছুটা হলেও সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তি কম হচ্ছে। এই সমন্টবয়ক আরও জানান, সাধারণ শিক্ষার্থীরা নিজের দায়িত্ববোধ থেকে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে।


শিক্ষার্থী আল আমিন জানান, তারা সকাল থেকে পুরাতন বাসস্ট্যান্ডে নিজ উদ্যোগে অবস্থান করেন। যাতে যানজট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তাদের এই উদ্যোগ।


শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদাত তালুকদার জানান, গণঅভ্যুত্থানের পর থেকে গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় শহরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা তাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে তারা সড়কে যানজট নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত শিক্ষার্থীরা এই কাজ চালিয়ে যাবেন।


প্রকাশ, সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে টাঙ্গাইলে লাখো জনগণের ঢল নামে, বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসসহ মিষ্টি বিতরণ করতে দেখা যায়। একই সঙ্গে আওয়ামীলীগ নেতাদের বাড়ি ও সরকারি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় অতি উৎসাহীরা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno