দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ১০ দিনের জন্য রাষ্ট্রীয় আয়োজনে ২টি দেশ সফরে যাচ্ছেন আগামি কাল রোববার(২৮ মে)। দেশ দুটি হচ্ছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। সফরকালে তিনি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
স্থানীয় সরকার প্রশাসন শক্তিশালী করা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকরী পদক্ষেপ গ্রহণে ইউরোপের এই দেশ দুটি থেকে অভিজ্ঞতা অর্জনের লক্ষে একটি প্রতিনিধি দলের জন্য বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয় এই শিক্ষা সফরের আয়োজন করেছে।
উল্লেখ্য যে, এর আগেও তিনি রাষ্ট্রীয় ভাবে পাঁচটি দেশ সফর করেন। দেশগুলো হচ্ছে-জার্মানী, সুইজারল্যান্ড, চেক রিপাবলিক, স্পেন এবং পর্তুগাল।
দ্বিতীয় বারের মতো রাষ্ট্রীয়ভাবে বিদেশ ভ্রমণ ও শিক্ষা সফরের সুযোগ করে দেয়ায় টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. খোরশেদ আলম সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি তার সুস্বাস্থ কামনাসহ এ সফর সফল ও সার্থক হওয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।