
দৃষ্টি নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। বুধবার(১৫ মে) সকালে ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবায়ন চাই সমন্বয় কমিটি’ নামক সংগঠনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।
জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশিদ, সংকেত নাট্য দলের সভাপতি মো. জাকির হোসেন, শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ আহাম্মেদ বাচ্চু, টাঙ্গাইল থিয়েটারের সভাপতি মো. সেলিম তরফদার, সমমনা সাংস্কৃতিক সংসদের সভাপতি রতন সিদ্দিকী, নাট্যাভিনেতা পল্টন দত্ত, থিয়েটার টাঙ্গাইলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক কর্মী তালহা আল মাহমুদ প্রমুখ।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবায়নের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
