দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুক্রবার(২৮ এপ্রিল) বিকালে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আয়োজনে জিএমসিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় জামালপুর জেলা ফুটবল দলকে ৩-২ গোলে পারাজিত করে টাঙ্গাইল জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ব্যক্তিগত পুরস্কার ও ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কামরুল হাসান খান। [vsw id=”dodnI3fbX4M” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ পাঠান খান, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।
টুর্নামেন্টে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার ফুটবল দল অংশ নেয়।