আজ- বৃহস্পতিবার | ৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১ | রাত ১২:০০
৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১
৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক, ১৪৩১

টাঙ্গাইল স্টেডিয়ামে তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণ শুরু

টাঙ্গাইল জেলায় বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার(২৯ অক্টোবর) দিনব্যাপী অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেট প্রতিভা অন্বেষণ ও মেডিকেল কার্যক্রমের উদ্বোধন করেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।


টাঙ্গাইলে ক্রিকেট খেলার মানোন্নয়নের লক্ষ্যে বিসিবি আয়োজিত তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রিকেট মেধার পরিশীলন, পরিস্ফুটন ও উন্নয়নে এ কার্যক্রম শুরু করা হয়।


জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে জাতীয় দলের সাবেক পেসবোলার ও বিভাগীয় কোচ জাকির হাসান ওই বাছাই কার্যক্রম পরিচালনা করছেন।

খেলাধূলায় নতুনভাবে প্রাণ ফিরিয়ে আনতে বাছাই কার্যক্রমে সহযোগিতা করছেন- বিভাগীয় কোচ এবং জেলা ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর কোচ আরাফাত রহমান রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তার সহকারী কামরুল ইসলাম রনি, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাবেক সদস্য শাহ আজিজ তালুকদার বাপ্পী, টাঙ্গাইল টাইগার্স একাডেমীর কোচ ইসলাম খান ও রিপন কুমার সরকার, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে জাতীয় দলের খেলোয়ার আবু নাসের মানিক, সাবেক ক্রিকেটার জাহিদ হোসেন টিটু, রাজীব খান, ইউসুফ আলী খান, রাফিউল আলম। এছাড়া বয়স ভিত্তিক দলের বর্তমান ক্রিকেটাররা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে।


বয়স ভিত্তিক ক্রিকেট বাছাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাঈম হোসেন জিসান, পারভেজ, সিয়াম, মোতালেব, সুমনসহ অনেকেই প্রথম বারের মতো জেলা ক্রিকেট দলের হয়ে খেলার লক্ষ্যে বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে এসেছে।


বাছাই প্রক্রিয়ায় অনুর্র্দ্ধ-১৪তে ৭২, অনুর্র্দ্ধ-১৬তে ৬০ এবং অনুর্র্দ্ধ-১৮তে ৪৬সহ ১৭৮ জন ক্রিকেটার প্রাথমিক পর্যায়ে অংশগ্রহন করেছে। বয়স ভিত্তিক অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ পর্যায়ে ১৫০ জন ক্রিকেটার প্রাথমিকভাবে ক্যাম্পে ডাকা হবে। তবে প্রাথমিক ক্যাম্প কবে থেকে শুরু হবে তা জানানো হয়নি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়