দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো, সূচনা সঙ্গীত ও আনন্দ মিছিল বের করা হয়।
এ সময় টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন তালুকদার, শহর
আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিসহ বীর মুক্তিযোদ্ধারা অংশ নেয়।
সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।