আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৮:৩৫
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইল-২ আসনে আ’লীগের মনোনয়নে দুই প্রার্থী!

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়নকে ঘিরে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ফলে জেলার একমাত্র এ আসনটিতেই আওয়ামী দলীয় মনোনয়ন পেলেন দুই প্রার্থী। আওয়ামীলীগের মনোনীত দুই প্রার্থী হচ্ছেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান(ছোট মনির) ও বর্তমান সংসদের এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল। এ আসনে দুই প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মনোনয়ন বোর্ড সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
তিনি জানান, বুধবার(২৮ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয় থেকে খন্দকার মশিউজ্জামান রোমেলকে দলীয় মনোনয়নপত্রের ওই চিঠি দেয়া হয়েছে। কৌশলগত কারণে টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামীলীগের দুই প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। পরে একজনের মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হতে পারে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়