দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টিনিউজবিডি.কম’র সেরা রিপোর্টার পুরস্কার ও ইফতার মাহফিল বৃহস্পতিবার(১৫ জুন) শহরের নিরালা মোড়ে ফুড গার্ডেন পার্টি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।
টিনিউজবিডি.কম’র সম্পাদক ও প্রকাশক মো. সোলায়মান হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মো. খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, আলাউদ্দিন টেক্সটাইল লি. এর চেয়ারম্যান আলহাজ মো. আলাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন, বিটিভি’র প্রতিনিধি জে সাহা জয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল২৪ এর প্রতিনিধি ইফতেখার অনুপম।
উৎসবমুখর ওই অনুষ্ঠানে বিভিন্ন প্রিণ্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৫ ও ২০১৬ সালের সেরা ৬জন রিপোর্টারকে পুরস্কৃত করা হয়।