আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:৫০
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

টুইটারে কটূক্তির কঠোর জবাব প্রিয়াংকার

দৃষ্টি ডেস্ক:


বলিউডের রুপালি পর্দায় রূপের দ্যুতি ছড়ানো তারকা প্রিয়াংকা চোপড়া শুধু একজন শোবিজ তারকাই নন, পাশাপাশি বিভিন্ন সংগঠনের হয়ে সমাজসেবামূলক কাজেও অংশ নেন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দীর্ঘ ১২ বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি ইউনিসেফের দূত হিসেবেই যুদ্ধবিধ্বস্ত দেশ জর্ডানের শিশুদের শিক্ষার ব্যাপারে সচেতন করে তুলতে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিয়াংকা। এ খবর তার ব্যক্তিগত টুইটার একাউন্টে প্রকাশ করার পর বেশ কয়েকজন ভক্ত তাকে নিয়ে উপহাস ও বিকৃত মন্তব্য করেন।
এমন ঘটনায় চুপ করে থাকেননি প্রিয়াংকা। তিনিও পাল্টা জবাব দিয়ে বলেন, ‘প্রায় ১২ বছর ধরে ইউনিসেফের সাথে কাজ করছি। নানা সময় নানা স্থানে ঘুরে বেড়াতে হয়। যারা আমার এসব নিয়ে খুঁত ধরেন, তারা কি কখনো একটা দুস্থ শিশুর জন্যও কিছু করেছেন?’
প্রিয়াংকার এমন হঠাৎ রেগে যাওয়ায় অবাক হয়েছেন ভক্তরাও। অনেকেই ধারণা করছেন, ধৈর্যের সীমা আর ধরে রাখতে পারেননি প্রিয়াংকা। তাছাড়া ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেও সুনাম রয়েছে ‘দেশী গার্ল’খ্যাত এই অভিনেত্রীর।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়