আজ- ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ সোমবার  রাত ১০:১০

টেকনোক্র্যাট কোটার তিন মন্ত্রীর পদত্যাগ

 

দৃষ্টি নিউজ:

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।


তারা হচ্ছেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।


নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গতবারের মতো এবারও টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রীরা পদত্যাগ করলেন। এদের মধ্যে দুইজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তারা মন্ত্রী পরিষদ বিভাগে জেনে নেওয়ার কথা বলেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি।


তিনজনের পদত্যাগপত্র গৃহীত হলে মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ২৩ ও প্রতিমন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ১৮ জনে। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামি ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno