আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ভোর ৫:১৭
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

‘ট্যাটু’ করানোর আগেই ভাবুন

‌দৃষ্টি ডেস্ক:

আমরা আজকাল বিদেশি অনেক কিছুতেই অভ্যস্ত করে নিচ্ছি নিজেদের। ধার করা সংস্কৃতিকে অনেক সময় ফ্যাশন বলে চালানোর প্রবণতাও রয়েছে আমাদের মাঝে। কিছু বিষয় আমরা হয়ত সিনেমায় প্রিয় তারকাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি। যেমন ট্যাটু করা।

 

কিন্তু এই ট্যাটু করার সময় আমাদের চামড়ায় আঘাত লাগে। আর এ থেকে ইনফেকশন হলে স্কিনের বড় ধরনের ক্ষতি হতে পারে।

 

 

 

ট্যাটু করার সময় বেশ কিছু বিষয় জড়িত থাকে, সে বিষয়গুলো কতটুকু মেনে চলা হয় এটাও দেখতে হবে। কারণ একটু অসতর্কতার ফলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

 

 

 

 

 

 

ট্যাটু করার সময় কেটে গিয়ে রক্তপাত হতে পারে। পরিচ্ছন্নতা সঠিকভাবে মানা না হলে, ব্যবহার করা পুরোনো নিডল ও অন্যান্য উপকরণ থেকে এইডস, হেপাটাইটিস, টিউবারকিউলোসিস, টিটেনাসের মতো রোগের সংক্রমণের সম্ভাবনা থাকে৷

 

 

 

 

 

আপনার যদি কোনও ধাতুতে অ্যালার্জি থাকে, তাহলে ট্যাটু করানোর আগে একটু ভাবুন৷ কারণ স্থায়িত্ব ধরে রাখার জন্য ট্যাটুর রং ধাতু থেকেই তৈরি করা হয়৷

 

 

 

শরীরের খুব সংবেদনশীল জায়গায় যেমন চোখের উপর, পেটে, কানের লতিতে ট্যাটু করানো সবসময়ই রিস্কের৷ কারণ এসব জায়গায় রক্ত সঞ্চালন খুব কম থাকে৷ফলে ট্যাটু করার সময় কোনো রকম ক্ষত তৈরি হলে তা সারানো সত্যি কঠিন। বিশেষজ্ঞরা বলেন, ট্যাটুর রঙ-ও স্বাস্থ্যসম্মত নয়।

 

 

 

 

 

 

 

 

শরীর থেকে ট্যাটু যদি পুরোপুরি মুছে ফেলতে চান, তাহলে আপনাকে প্লাস্টিক সার্জন বা ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে৷ ট্যাটু তোলার পদ্ধতিতে ব্যথা লাগার সম্ভাবনা যেমন থাকে, তেমনই পুরোটা বেশ ব্যয়বহুলও তাই পার্মানেন্ট ট্যাটু করানোর আগেই ভাবুন৷

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়