আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:৩২
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

‘ট্র্যাজিক কুইন’ মীনা কুমারী হয়ে ফিরছেন কিয়ারা আদভানি

দৃষ্টি বিনোদন:

বেশ অনেক দিন আগেই মা হয়েছেন কিয়ারা আদভানি। এরপর কাজ থেকে নিয়েছেন সাময়িক বিরতি, সময় দিয়েছেন পরিবারকে। অবশেষে বিরতি কাটিয়ে চমক নিয়ে ফিরছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, বলিউডের ‘ট্র্যাজিক কুইন’ মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন কিয়ারা। সব কিছু ঠিক থাকলে কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর নাম ভূমিকায় দেখা যাবে কিয়ারাকে।

 

 

 

 

 

 

রুপালি পর্দায় ফুটে উঠতে চলেছে মীনা কুমারীর আত্মজীবনী। এই খবর শিরোনামে আসার পর থেকেই কৌতূহলী সিনেপ্রেমীরা। তাঁর চরিত্রে কাকে সবচেয়ে বেশি মানাবে, কাকে দেখা যাবে, এসব নিয়েই শুরু হয়ে যায় আলোচনা। সারেগামাপা এবং আমরোহী পরিবারের সঙ্গে হাত মিলিয়ে বিগ বাজেটের ছবি তৈরি করতে চলেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা।

 

 

 

 

 

 

 

কিন্তু কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও চরিত্রটির জন্য কিয়ারাকেই জুতসই মনে করছেন পরিচালক। এর মধ্যে চরিত্রের জন্য প্রস্তাবও নাকি গেছে কিয়ারার কাছে। সিদ্ধার্থ ঘরনির মধ্যে সেই আবেগী শরীরী আবেদন রয়েছে বলে মনে করছেন পরিচালক।

 

 

 

 

 

 

পর্দায় মীনা কুমারীর গ্ল্যামার এবং তার ক্যারিয়ারের যন্ত্রণার কাহিনি ফুটিয়ে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই! সুতরাং দুয়ে দুয়ে চার হলে পর্দায় কিয়ারাই যে মীরা হবেন, তা শুধু সময়ের অপেক্ষা।

 

 

 

 

 

 

 

এখানেই শেষ নয়, সূত্রের খবর, ছবির চিত্রনাট্যও হাতে পেয়েছেন ‘লাস্ট স্টোরি’ খ্যাত কিয়ারা। যা পড়ে মুগ্ধ তিনি। যদিও এখনো সাইনিংয়ের পালা বাকি। তবে এই চরিত্রে যদি সত্যিই কিয়ারাকে দেখা যায়, তবে এ ছবির হাত ধরে তার ফিল্মি ক্যারিয়ারও নতুন মাইলফলক স্পর্শ করবে।

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়