দৃষ্টি রিপোর্ট:
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ইঞ্জিনচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় তিনি বাম হাঁটু, হাতের কব্জি, কোমর ও পেটে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।
জানা গেছে, ওইদিন কেনাকাটা করতে সন্ধ্যার সময় কাজীপাড়ার স্বপ্নে যান সোহেল হায়দার চৌধুরী। এ সময় তিনি মূল সড়কে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি ইঞ্জিনচালিত রিকশা তীব্র গতিতে এসে তার গায়ের ওপর উঠে যায়। এতে তিনি হাঁটু, পেট, কব্জি ও কোমরে আঘাত পান।