
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে ঘাটাইলে পানিতে ডুবে আখি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(৩ জুন) দুপুরে উপজেলার ঘাটাইল ইউনিয়নে শিমলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার শাহ আলমের ছেলে।
জানা যায়, বাড়ির পাশে ৪-৫ জন শিশু খেলাধুলা করছিল। তাদের মধ্যে একজনের খেলনা গাড়ি পাশে ডোবায় পড়ে যায়। খেলনা তোলার জন্য ওই শিশু পানিতে নামে। পরে শিশুটি পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
