আজ- মঙ্গলবার | ২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২ | রাত ৯:৪৪
২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২
২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ, ১৪৩২

তফসিলক স্বাগত জানিয়ে চৌহালীতে আ’লীগের আনন্দ মিছিল

রোকনুজ্জামান রকু,প্রতিবেদক দৃষ্টি টিভি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চৌহালী উপজেলা আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।আর “নির্বাচন কমিশন, স্বাগতম,স্বাগতম”।জানিয়ে স্লোগান দেওয়া হয়।
“শেখ হাসিনার সরকার, বারবার দরকার “”উন্নয়নের সরকার, বারবার দরকার” – নানা শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলার সন্ধ্যার রাজপথ।
সরজমিন গিয়ে দেখা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চৌহালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই চৌহালীর ২৭ টি ওয়ার্ডে একযোগে স্ব স্ব ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন মিছিল বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, চৌহালীর এলাকায় আশেপাশের ওয়ার্ডের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামন এসে সমাবেত হয়্। পরে একটি বিশাল আনন্দ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে চৌহালী উপজেলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ,শ্রমিক লীগ, মহিলা ‘লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে । মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তার, আ’লীগের কোষাধ্যক্ষ নুর আলম আনছারীসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে তফসিল ঘোষনার কেন্দ্র করে চৌহালীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়