আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১২:২৪
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

তামান্না ভাটিয়ার করোনা জয়

দৃষ্টি বিনোদন:

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনা কে জয় করে পুরোপুরি সুস্থ হয়েছেন। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে প্রথম সারির করোনা-যোদ্ধা অর্থাৎ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এ অভিনেত্রী।

নিজ ইন্সটাগ্রামে শেয়ার করেন হায়দরাবাদের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানকার ডাক্তার-নার্স-চিকিৎসাকর্মীদের সঙ্গে ছবি ।

ইনস্টাগ্রামে তমন্না দুটি ছবি শেয়ার করে লিখেন, ‘শব্দ দিয়ে বোঝাতে পারব না যে কন্টিনেন্টাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে আমি কতটা কৃতজ্ঞ।’

এরই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম, দুর্বল ও ভয় পেয়েছিলাম যে, তাঁরাই আমাকে সাহস জুগিয়েছেন।’ সেপ্টেম্বরের শেষের দিকেই করোনা পজিটিভ ধরা পড়েছিল তামান্নার।

মূলত দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও বলিউডেও বেশ ভালোই জায়গা করে নিয়েছেন তামান্না। অভিনয় করেছেন ১০০ কোটির ঘরের ছবি বাহুবলীতেও।

তাঁর বেশ কয়েকটি ছবির মুক্তি করোনার কারণে পিছিয়ে যায়। লকডাউনের কারণে দীর্ঘ বিরতির পর কাজে ফিরেই করোনার কবলে পড়েছিলেন এই সুন্দরী তারকা। এখন তিনি পুরোপুরি সুস্থ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়