দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তুখোর বক্তা শহীদ শফি সিদ্দিকীর ২২তম শাহাদত বার্ষিকী আগামিকাল রোববার(১০ সেপ্টেম্বর)। এ উপলক্ষে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি পরিষদ এবং বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ শফি সিদ্দিকীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আলোচনাসভা, দোয়া মাহফিল ইত্যাদি।
আলোচনা সভায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সহ জেলা-উপজেলা আ’লীগ, ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখবেন বলে জানাগেছে। কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণকে অংশ গ্রহন করার জন্য বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার পাথালিয়ায় একটি জনসভায়েজেলা ছাত্রলীগের তৎকালীন তুখোর বক্তা সিদ্দিকী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
