আজ- শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২ | রাত ১১:৫৯
১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২
১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক, ১৪৩২

তুচ্ছ ঘটনায় প্রতিবেশির হামলায় আহত ৩

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার আউলটিয়া ঋষীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশিদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, স্বপন চন্দ্র দাস, তার স্ত্রী কমলা রাণী ও ছেলে সঞ্জয় চন্দ্র দাস। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, স্বপন চন্দ্র দাসের চার বছরের প্রতিবন্ধী মেয়ে পাশের রাম চন্দ্র দাসের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বাড়ির লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় স্বপন চন্দ্র দাস তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরো ক্ষুব্ধ হয়। পরে রাম চন্দ্র দাসের নির্দেশে তার স্ত্রী কাঞ্চান রাণী, ছেলে প্রকাশ চন্দ্র দাস ও নিতাই গোসাইয়ের স্ত্রী বিচিত্রা গোস্বামী চাপাতি, দা ও লোহার রড নিয়ে সন্ত্রাসী কায়দায় স্বপন চন্দ্র দাসের উপর হামলা করে। চাপাতির কোপে স্বপন চন্দ্র দাসের মাথায় গুরুতর জখম হয়। স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী কমলা রাণী ও ছেলে সঞ্জয় চন্দ্র দাসও তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে স্বপন চন্দ্র দাসের ছেলে সজীব চন্দ্র দাস বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
আউলটিয়া গ্রামে রাম চন্দ্র দাসের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়