আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ৩:১৫
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ অল্লু অর্জুন গ্রেপ্তার

দৃষ্টি বিনোদন:

তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ খ্যাত অভিনেতা অল্লু অর্জুন গ্রেপ্তার হয়েছেন। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। শুক্রবার(১৩ ডিসেম্বর) হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

 

 

 

 

 

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান।

 

 

 

 

 

 

অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই সিনেমা হল কর্তৃপক্ষ পুলিশকে পর্যাপ্ত তথ্য দেয়নি। ফলে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।

হায়দরাবাদ পুলিশ জানায়, সিনেমা হল কর্তৃপক্ষ, অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা দায়ের করে পুলিশ।

 

 

 

 

 

 

 

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সুকুমার পরিচালিত আলোচিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছি মুভিটি।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়