দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন ‘দশমিক ফাউন্ডেশন’- এর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার(১৪ নভেম্বর) টাঙ্গাইল পৌরসভার আদালতপাড়া দৃষ্টিনন্দন পুকুরপাড়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচর মধ্যে ছিল- পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পায়রা উড়ানো, কেক কাটা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সদস্যদের পুরস্কৃত করণ ইত্যাদি।
দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন(রাসেল), টাঙ্গাইল
স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি তানভীর হাসান খান রুবেল, মানবাধিকার কর্মী নাজমুল, মো. মশিউর রহমান প্রমুখ।
এ সময় দশমিক ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনীর আয়োজন করা হয়।
