দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার ৭ নং দাইন্যা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা সোমবার(১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থ বছরে এক কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৬৪০ টাকার বাজেট অনুমোদন ও ২০১৭-১৮ অর্থ বছরের জন্য এক কোটি ৯৪ লাখ ১০ হাজার ৪৪০ টাকার বাজেট প্রস্তাবনা করা হয়।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবুর সভাপতিত্বে বাজেটের উপর অন্যান্যের মধ্যে রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, বীর মুক্তিযোদ্ধা মহের উদ্দিন, গ্রাম কমিটির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠানে ৭ নং দাইন্যা পরিষদের পূর্ববর্তী বাজেট অনুমোদন ও ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাঠ করেন ইউপি সচিব আরিফুর রহমান।