দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের দিঘুলিয়ায় বিন্দুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ ডিসেম্বর) রাতে ব্যাডমিন্টন কোচ সাকিল ব্যাডমিন্টন একাডেমীতে একক ও দ্বৈত ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় ব্যাডমিন্টন ফাইনালে এককে সমীর এবং দ্বৈততে রাকিবুল ও রাফিউল জুটি চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়নশীপ খেলায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি পারভেজ হাসান, নাগরিক টিভি ও ঢাকা ট্রিবিউনের সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসানুর রহমান পরাগ ও শাহ আজিজ তালুকদার বাপ্পী।
খেলায় ব্যাডমিন্টন দ্বৈত ফাইনালে রাকিবুল ও রাফিউল জুটি ২-০ সেটে সমির ও কাফি জুটিকে এবং একক ফাইনালে সমির ২-০ সেটে সাকিলকে পরাজিত করে।
ওই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে ৯টি জুটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করে এবং এককে ৮ জন ব্যাডমিন্টন খেলোয়াড় ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। গত ২৪ ডিসেম্বর এ চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছিল।