
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসবে নানা বয়সী শ’ শ’ নারী-পুরুষের ঢল নামে। পিঠার বিভিন্ন স্টলে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভীর লক্ষ করা যায়। স্টলে স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য বাহারী পিঠার পশরা সাজায় আয়োজকরা।
শাহীন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
এরআগে সকালে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন জানান, এ পিঠা উৎসবে মোট ১৭টি স্টল থেকে মাত্র দুই ঘণ্টায় চার লাখ টাকার পিঠা বিক্রি হয়।
