আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৮:৩৭
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

দিনে মিছিল রাতে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে (শনিবার) সকালে শহরে ঝটিকা মিছিল করায় এদিন রাতেই দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাত।

 

রোববার(৫ জানুয়ারি) দুপুরে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

ওসি তানবীর আহমেদ জানান, শনিবার সকালে সংগঠনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী ঝটিকা মিছিল করে। পরে শহরের মেইন রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তারা আত্মগোপনে চলে যান। এদিন গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

 

 

 

 

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন জানান, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত। ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী ছাত্রলীগ কখনও কোনো কর্মকান্ড চালাতে পারবে না। এ বিষয় সরকারের কঠোর নজরদারি রাখা প্রয়োজন। নিষিদ্ধ এ সংগঠনের সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে থাকুক তাদের প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।

 

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চালিয়ে শনিবার দিনগত গভীর রাতে শহর থেকে ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে পাঠায়। আদালত দুজনকেই জেল-হাজতে পাঠানোর আদেশ দেয়।

 

 

 

 

 

 

 

 

প্রকাশ, ২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সরকারি নির্দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সংগঠনটি কোনো কর্মসূচি পালন করতে পারছিল না।

 

 

 

 

সম্প্রতি ছাত্রলীগ খানিকটা মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। মসজিদ-হাসপাতালের ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ আবার ফিরবে’ লিখে প্রচার ছাড়া এতদিন কিছুই করতে পারছিল না নিষিদ্ধ সংগঠনটি। হঠাৎ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিল।

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়